ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাংবাদিকদের জন্য অবসরকালীন পেনশন ঘোষণা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সাংবাদিকদের পেনশন দেওয়ার কথা ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সাংবাদিক, চিত্রসাংবাদিক এবং ফ্রিল্যান্সারদের প্রতি মাসে দুই হাজার ৫০০ রুপি করে পেনশন দেবে।



তিনি জানান, এবিষয়ে সাত জনের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির কাছে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা আবেদন করতে পারবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পেনশনের আবেদনের জন্য কয়েকটি বিষয় মেনে চলতে হবে। সেগুলো হলো- আবেদনকারীদের বয়স ৬০ বছরের বেশি হতে হবে, ১০ বছর সাংবাদিকতা করতে হবে এবং সরকারি বৈধ পরিচয়পত্র থাকতে হবে।

উল্লেখ্য, সাবেক বামফ্রন্ট সরকারও পেনশন দেওয়ার কথা ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি। পরিবর্তনের সরকার আসার পর মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি কলকাতার সাংবাদিক মহল।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।