ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১০ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থল বাণিজ্য কেন্দ্র

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আগামী দশ দিন বন্ধ থকবে আখাউড়ার স্থল বাণিজ্য কেন্দ্র। শনিবার থেকে কার্যকর হবে এ প্রক্রিয়া।


আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রাস্তা নির্মাণ এবং সংস্কারের কাজ চলবে। এ কারণে বন্ধ থাকবে আখাউড়া দিয়ে ত্রিপুরা-বাংলাদেশ বাণিজ্য ব্যবস্থা।

বহু দিন ধরেই সড়কটির বেহাল অবস্থা। দু’পারের গাড়ি এবং ট্রাক আসতে এবং পণ্য সামগ্রী ওঠানামা করাতে সমস্যা হচ্ছে। সড়কটির সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

আখাউড়া দিয়ে প্রতি দিন ভারতীয় টাকায় প্রায় দেড় কোটি টাকার বাণিজ্য চলে। এতে সরকারের রাজস্ব খাতে প্রতি দিন আসে ২০ থেকে ২৫ লাখ টাকা।

দশ দিন বাণিজ্য বন্ধ থাকলে একদিকে যেমন ব্যবসায়ীদের অসুবিধা হবে, তেমনি আন্যদিকে লোকসান হবে সরকারের রাজস্বেরও। দশ দিনে রাজ্য সরকারের ক্ষতি হবে প্রায় আড়াই কোটি টাকার রাজস্ব।

প্রতি দিন এই চেক পোস্ট দিয়ে রাজ্যে ঢোকে প্রায় ৩৫ লাখ টাকার মাছ। আগরতলার মাছের চাহিদা পূরণ হয় নেকটাই বাংলাদেশ থেকে আসা মাছের ওপর ভিত্তি করে। আগামী দশ দিন এ চেকপোস্ট বন্ধ থাকলে আগরতলা শহরে মাছের দাম আকাশ ছোঁবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘন্টা, মে ০৪, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।