ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঘুর্ণিদুর্গতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য কংগ্রেসের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা দিয়েছে ত্রিপুরা রাজ্য কংগ্রেস।

গত তিন চার দিনে রাজ্যের বিভিন্ন এলাকার ওপর দিয়ে মারাত্মক ঘুর্ণিঝড় বয়ে যায়।

এতে ছয়শ’র বেশি ঘর-বাড়ি ভেঙে পড়েছে।

আহত হয়েছেন প্রায় সাড়ে তিনশ’ মানুষ। রাজ্যের বিভিন্ন এলাকায় এখনো যোগাযোগ ব্যবস্থা ভেঙে আছে। টেলি, সড়ক ও বিদ্যুৎসহ সমস্ত পরিষেবাই বিপর্যস্ত হয়ে পড়েছে ঝড় বিধ্বস্ত অঞ্চলগুলোতে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণ নিরূপণ করা যায়নি।

রাজ্যের বিভিন্ন সংস্থা এবং সামাজিক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে ত্রাণ এবং সাহায্য নিয়ে। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা এবং মানুষের প্রতি।

বৃহস্পতিবার রাতে রাজ্য প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মহাকরণে যায়। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ৫০ হাজার টাকা তুলে দেন আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষজনদের জন্য। প্রতিনিধি দলে ছিলেন আগরতলা পুরপরিষদের সাবেক চেয়ারম্যান আশিস সাহা।

বাংলাদেশ সময় : ১৫৪২ ঘন্টা, মে ০৪, ২০১২
তন্ময় চক্রবর্তী / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।