ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তাপপ্রবাহে কলকাতায় আগাম গরমের ছুটি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, মে ১৫, ২০১২

কলকাতা : ব্যাপক তাপ প্রবাহের কারণে দক্ষিণবঙ্গসহ কলকাতার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে মঙ্গলবার থেকেই পড়ছে গরমের ছুটি ৷

আগামী শনিবার থেকে গরমের ছুটি পড়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে ছুটি এগোল ৫ দিন৷

মহাকরণ সূত্রে জানা গেছে, সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেন মুখ্যমন্ত্রী ৷ তার পরই শিক্ষা মন্ত্রণালয়ে  নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ৷

এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘অসহ্য গরমের জেরে ১৯ মে বদলে মঙ্গলবার থেকেই গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের স্কুলগুলিতে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

 বাংলাদেশ সময় : ০২৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১২
আরডি,
সম্পাদনা : শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।