ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিজ দলের ছাত্রনেতাকে মহাকরণে ডেকে তিরস্কার মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

কলকাতা: সিপিএম করলে কলেজে পড়ানো যাবে না। এই বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের ছাত্রপরিষদের সভাপতি শঙ্কুদেব পণ্ডাকে তিরস্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শনিবার শঙ্কুদেব পণ্ডাকে মহাকরণে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। সেখানেই তাকে তিরস্কার করা হয়। তবে এঘটনায়  দলের তরফে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা  এখনও জানা যায়নি।

ভাঙড় কলেজে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারা সাবেক তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের সমর্থনে এক মিছিলে গিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন শঙ্কুদেব পণ্ডা। এই নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক শুরু হয়।

শঙ্কুদেবের ওই বক্তব্যকে সমর্থন করেছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি। তবে মহাকরণে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এরপর থেকে কোনো বিষয়ে সাংবাদিক বৈঠক করার আগে দলের অবস্থান জেনে নিতে হবে নেতাদের।

এদিকে অধ্যাপিকা নিগ্রহ কাণ্ডে তৃণমূল নেতা তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি আরাবুল ইসলামের বিরুদ্ধে মামলা করলো ভাঙড় থানার পুলিশ।

৩টি ধারায় মামলা করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে। ৩টি ধারাই জামিনযোগ্য।

শুক্রবার রাতে আরাবুলের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ সুপারের অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত অধ্যাপিকা দেবযানী দে। তিনি ছাড়াও আরও ৭ জন অধ্যাপিকা অভিযোগ দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।