ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ নিশ্চিত তিস্তা চুক্তি হবে, বললেন দীপু মনি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
বাংলাদেশ নিশ্চিত তিস্তা চুক্তি হবে, বললেন দীপু মনি

কলকাতা: মাদার তেরেসা আর্ন্তজাতিক সম্মাননা নিতে কলকাতায় রোববার সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী  ডা. দীপু মনি বলেন, তার দেশ "নিশ্চিত" তিস্তা নিয়ে ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তি সত্যে পরিণত হবে।

এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত চুক্তি সত্যে পরিণত হবে. বাংলাদেশের মানুষের জন্যও এই চুক্তি প্রশ্নে আমরা আশাবাদী।



তিনি বলেন,‘পানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকেও মানুষ চায় এই চুক্তি স্বাক্ষরিত হোক। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় । তিস্তা চুক্তি শীঘ্রই স্বাক্ষর হবে। ’

দুই দিনের জন্য তিনি কলকাতায় ব্যক্তিগত সফরে এসেছেন বলে এসময় জানান তিনি।

তিনি বলেন, ‘একটি যৌথ কমিশন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে গঠিত হয়েছে। দুই প্রধানমন্ত্রীর সফরের সময় স্বাক্ষরিত চুক্তির অংশ হিসাবে এটি গঠিত, এবং কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত আগামী ৭ মে দিল্লিতে অনুষ্ঠিত হবে।

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী ৬ মে ঢাকা যাচ্ছেন বলে এ সময় জানান দীপুমনি। সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ১ বছর ব্যাপী অনুষ্ঠানের সমাপণীতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এসময় তার বৈঠক হবে বলে জানান দীপু মনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে ভারত- বাংলাদেশ সম্পর্ক সবচেয়ে ভাল। যেমন ছিল ১৯৭১ সালে। তিনি বলেন, ‘এই ঊর্ধ্বগতি বাংলাদেশের স্বাধীনতার সময়ের সাথে তুলনা করা চলে। ’

 এই সর্ম্পকের স্থপতি ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখ করে তিনি বলেন, এই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন মনমোহন সিং এবং শেখ হাসিনা।

মার্কিন সেক্রেটারি অব স্টেট হিলারী ক্লিনটনের প্রস্তাবিত মে ৫ থেকে ৮ মে মধ্যে ভারত এবং বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, ‘এ অঞ্চলে আসার জন্য তাকে আমরা আন্তরিক ভাবে স্বাগত জানাই। ’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মধ্যে নির্ধারিত বৈঠক আপাতত হবে না।

বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমরা উভয় দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। ’

বাংলাদেশ ভাষা ও সংস্কৃতি থেকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে পশ্চিমবঙ্গকে বর্ণনা করে তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ, অনেক শরণার্থীকে স্বাধীনতা যুদ্ধের সময় আশ্রয় দিয়েছিলো তারা। ’

এদিকে, তৃণমূলের একটি সুত্র জানিয়েছে, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের মাধ্যমে মমতার ব্যানার্জির সঙ্গে বৈঠকের সময় চেয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন দীপু মনি।

সূত্রটি জানিয়েছে, মুখ্যমন্ত্রী সময় দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কোন কথা বলতে চান না তিনি। তাই তিনি সময় দিতে পারবেন না।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
প্রতিবেদন:রক্তিম দাশ
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।