ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে বাংলাদেশি সন্দেহে আটক ৬

মনজুর আহমেদ বড়ভূঁইয়া, আসাম সংবাদবাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২

শিলচর: আসামের শিলচরে বাংলাদেশি সন্দেহে ছয়জনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। এদের সোমবার কাছাড় ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



শিলচরের রাঙিরখাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্যরা এদের রোববার সন্ধ্যায় আটক করে।

কারাগারে পাঠানো ছয়জন হলেন, সাব্বির আহমেদ (২২), জামাল হোসেন (২৩), ইউনুস আলী (২০), মাহবুব খান (২০), রহিম উদ্দিন (২০) ও মোহাম্মদ সালাম (২০)।

আটক ব্যক্তিদের সবার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায় বলে পুলিশ দাবি করেছে। এছাড়া একই সময় মিয়ানমারের অবৈধ এক নাগরিককেও সেখান থেকে আটক করা হয়।

রাঙিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ ডি এম গোস্বামী বাংলানিউজকে জানান, আসামে মিজোরাম সার্কিট হাউসের পাশের বাসস্টান্ডে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করার সময় এ সাতজনকে আটক করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে, বাংলাদেশিরা সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে করিমগঞ্জ হয়ে আসামে প্রবেশ করে। ’ কাজের সন্ধানে তারা ভারতে আসেন বলেও পুলিশের কাছে জানায়।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘আটক ব্যক্তিরা ভারতীয় বা বাংলাদেশি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে এদের কাছে আপত্তিজনক কোনো কিছু পাওয়া যায়নি। ’

আটক হওয়া মিয়ানমারের নাগরিক রবার্ট থাংময় বাংলাদেশিদের সীমান্ত থেকে শিলচরে নিয়ে আসেন। এদের গুয়াহাটি পাঠানো হচ্ছিল বলে রবার্ট থাংময় পুলিশকে জানায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্টে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২

একেআর/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।