ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শ্বশুরবাড়ি ঘুরে ঢাকায় ফিরলেন দীপু মনি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মে ১, ২০১২
শ্বশুরবাড়ি ঘুরে ঢাকায় ফিরলেন দীপু মনি

কলকাতা : এ যেন ঘরে ফেরা। কয়েক যুগ পরে নিজের শ্বশুর বাড়িতে পা রাখলেন এক গৃহবধু।

যদিও তিনি ভিভিআইপি। আর এই ভিভিআইপি বধুকে বরণ করার জন্য এখন আর কেউ নেই তার শ্বশুরের ভিটেতে।

অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভগ্নপ্রায় জন্মভিটে ঘুরে দেখলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি এই বংশের বধু।

সোমাবার ক্যামেরা বন্দি করলেন শ্বশুরবাড়ির শেষ স্মৃতি চিহ্ন টুকু। সাথে ছিলেন তার স্বামী বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিষ্টার তৌফিক নওয়াজ, ছেলে তৌকির নওয়াজ ও মেয়ে দীপাবলী নওয়াজ।

কলকাতা থেকে ঘণ্টা দুয়েকের দূরত্বে মেদিনীপুর শহরের মির্জা বাজারে গোলাবাড়ি নামে পরিচিত ভবনটির এখন ভগ্নদশা। ব্যারিষ্টার তৌফিক নওয়াজ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রপৌত্র।

৩ দিনের ব্যক্তিগত সফরে সপরিবারে পশ্চিমবঙ্গে এসেছিলেন দীপু মনি । সোমবার সকালে কলকাতা থেকে মেদিনীপুরে এসে বেশ কিছুক্ষণ কাটালেন গোলাবাড়িতে। এরপর গেলেন বড়বাজারে মামাশ্বশুর ডা. আহমেদ জানের বাড়িতে। সেখানেই তিনি দুপুরে খাবার খান।

এরপর যান আরো দুই আত্মীয় মুহম্মদ খলিলুর রহমান ও মুহম্মদ সোলেমানের বাড়িতে। সেখানে কিছুক্ষণ থেকে তিনি সন্ধ্যায় ফিরে আসেন কলকাতায়। রাতে অবস্থান করেন গ্রান্ড হোটেলে।

এদিন তিনি বলেন, আমি অনেকবার কলকাতায় এসেছি। কিন্তু এখানে প্রথম এলাম। খুব ভালো লাগছে আত্মীয়দের সাথে দেখা হলো।

মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময় : ১২০৫ ঘণ্টা, মে ০১, ২০১২

আরডি, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।