ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পালিত হচ্ছে সত্যজিৎ রায়ের ৯২তম জন্মদিন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ২, ২০১২

কলকাতা: আধুনিক বাংলা চলচ্চিত্রের চিরস্মরণীয় বরণীয় পরিচালক সত্যজিৎ রায়ের ৯২তম জন্মদিন পালিত হচ্ছে বুধবার।

প্রতি বছরের মতো এ বছরও সকাল থেকেই কলকাতার বিশপ লেফ্রয় রোডে তার বাড়িতে অসংখ্য মানুষের ভিড়।

সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা বরেণ্য এ পরিচালকের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন।

১৯২১ সালের ২ মে জন্মগ্রহণ করেছিলেন সত্যজিৎ রায়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে বাণিজ্যিক চিত্রকর হিসাবে কর্মজীবন শুরু হয় তার।

পরে তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। তার হাত ধরেই বাংলা চলচ্চিত্র পূর্ণাঙ্গতা পেয়েছে। ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, বহু প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি।

তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী ১১টি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছিল। সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ১৯৯১ সালে তাকে অস্কার সম্মাননা দেওয়া হয়।

১৯৯২ সালের ২৩ এপ্রিল বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জীবনাবসান হয়।

বাংলাদেশ সময় : ১৩২২ ঘণ্টা, মে ০২, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।