ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কমনওয়েলথ গেমসে দুর্নীতিতে সিবিআই অভিযান

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মে ২, ২০১২

কলকাতা : ২০০১ এর কমনওয়েলথ গেমস-এ `সিন্থেটিক টার্ফ` নিয়ে আর্থিক দুর্নীতিতে বুধবার একযোগে ৪টি এফআইআর দায়ের করল সিবিআই।

এদিন সকাল থেকে কলকাতা, দিল্লি, মুম্বাই, কলকাতা, গাজিয়াবাদসহ ভারতের বিশটি শহরে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।



কমনওয়েলথ গেমস এর আয়োজক কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে প্রায় ৪৫টি পৃথক অভিযোগ দায়ের করেছে বিভিন্ন বেসরকারি সংস্থা।

এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথির খোঁজে কমনওয়েলথ গেমসের কর্মকর্তাদের বাড়িতে তল্লাশী চলছে বলে জানিয়েছে সিবিআই।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০২, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।