ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১০৬

আসাম সংবাদবাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মে ২, ২০১২

শিলচর : আসামের ধুবুরিতে নৌকাডুবিতে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৬। এখনও নিঁখোজ ১০০ জন৷ নিহতর সংখ্যা ২৫০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ৷

জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিএসএফ এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালিয়েও তেমন সাফল্য পায়নি৷ মঙ্গলবার রাতে ব্রহ্মপুত্র নদ থেকে ৩টি শিশুর দেহ উদ্ধার করা হয়েছে৷ সারাদিন তল্লাশি চালিয়েও আর কোনও লাশের খোঁজ মেলেনি ৷

পুলিশের ধারণা, ব্রহ্মপুত্রের স্রোতে লাশগুলি ভেসে বাংলাদেশের দিকে চলে গেছে৷ পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার এআইসিসি-র সাধারণ সম্পাদক রাহুল গাঁধী ও অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ধুবুরি যাবেন৷

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ০২, ২০১২

আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।