ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চাকরিক্ষেত্রে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য আরো ১৭ শতাংশ সংরক্ষ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ৩, ২০১২

কলকাতা : পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এবার রাজ্যে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ভোট ব্যাঙ্ক সুনিশ্চিত করতে আরও একদফা উদ্যোগ নিল সরকার ৷

সরকারি চাকরিক্ষেত্রে মুসলমান জনগোষ্ঠির আরও ৩৩টি সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷এর পাশাপাশি মোয়াজ্জেমদেরও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা ৷

অন্যান্য অণগ্রসর শ্রেণির (ওবিসি) আওতায় সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণে সংখ্যালঘুদের আরও অনেকগুলো সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে  রাজ্য মন্ত্রিসভা সিলমোহর দিল বুধবার ৷আগামী বিধানসভা অধিবেশনেই এ বিষয়ে বিল আনতে চলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷

রাজেন্দ্রনাথ সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর বেহাল অবস্থার কথা প্রকাশ্যে আসার পরই অস্বস্তিতে পড়ে তৎকালীন বাম সরকার৷

এরপরই রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মেনে সরকারি চাকরির ক্ষেত্রে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণকে ১০ শতাংশ বাড়িয়ে ১৭ শতাংশ করে সংখ্যালঘুদেরও তার অন্তর্ভুক্ত করা হয়৷

সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে এবার পঞ্চায়েত ভোটের আগে সরকারি চাকরির-ক্ষেত্রে সংখ্যালঘুদের প্রায় পুরো অংশকেই ওবিসি কোটার আওতায় আনতে চলেছে রাজ্য
সরকার ৷

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, ওবিসি সংরক্ষণ নিয়ে সমীক্ষা প্রায় শেষ ৷আগে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া ওবিসিদের মোট ৬৫টি সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় ছিল।

এবার আরও ৩৩টি অন্তর্ভুক্ত করা হল ৷আরও ৭/৮টি সম্প্রদায়কেও এর আওতায় আনা হবে ৷

এদিকে, ইমামদের সাম্নানিক ভাতা দেওয়ার সিদ্ধান্তের পর এবার মোয়াজ্জেমদেরও ওয়াকফ বোর্ড ভাতা দেওয়া হবে  বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

তিনি বলেন, তাদের মাসে ১ হাজার রুপি করে মাসিক ভাতা দেওয়া হবে।

এরজন্য  ওয়াকফ বোর্ডকে সাহায্য করবে রাজ্য সরকার৷

সংখ্যালঘু সংরক্ষণের প্রশ্নে এদিন বিগত বাম সরকারকে সমলোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম মুখে সংখ্যালঘু সংরক্ষণের কথা বললেও  তাদের সরকার এ বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি৷

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, মে ০৩, ২০১২

আরডি, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।