ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তরাই-ডুয়ার্সকে জিটিএর অন্তর্ভুক্তিতে রিলে অনশন মোর্চার

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মে ৩, ২০১২

শিলিগুড়ি : গোর্খা জনমুক্তি মোর্চা তরাই-ডুয়ার্সে সভা করতে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার থেকে রিলে অনশন শুরু করেছে।

তারা এলাকার মানুষকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) সম্পর্কে বোঝাতে চায়।

তাই এলাকায় সভা করতে চায়।

উল্টো দিকে সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে ৯ কমিটির রিপোর্ট জুনে প্রকাশিত হওয়ার পরে মোর্চা সভা করতে পারবে।

তরাই-ডুয়ার্সের ৩৯৮টি মৌজা দার্জিলিংয়ের অন্তর্ভুক্ত করতে চায় মোর্চা।

আদিবাসী বিকাশ পরিষদের একটি অংশ এর বিরোধিতা করে জানিয়েছে, তারা স্বাধীনভাবে তাদের পৃথক অস্তিত্ব নিয়ে বাঁচতে চায়।

অন্যদিকে আদিবাসী বিকাশ পরিষদের নেতা জন বার্লাকে নিয়ে মোর্চা একটি সংগঠনও তৈরি করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে শুরু করেছে।

সম্প্রতি নাগরাকাটায় সভা করতে চেয়ে মোর্চা সরকারের কাছে আবেদন করে। তা বাস্তবায়িত না হওয়ায় দুদিন ধরে হরতালের নামে ওদলাবাড়ি ও বানারহাটে নাশকতা চালায় মোর্চার সমর্থকেরা। প্রচুর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।