ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নতুন রাজভবন নির্মাণ করা হচ্ছে ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা): নতুন রাজভবন নির্মাণ করা হচ্ছে ত্রিপুরায়। নতুন এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী ৮ মে।



নিউ ক্যাপিটাল কমপ্লেক্স’এ গড়ে উঠবে নতুন রাজভবনটি। ১০ একর জায়গা জুড়ে এতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হবে।

বর্তমানে যে রজভবনটি রয়েছে, সেটির নাম পুস্পবন্ত প্রাসাদ। এটির বয়স প্রায় একশ বছর। রবীন্দ্রনাথ যখন শেষবার ত্রিপুরায় আসেন, তখন তিনি পুস্পবন্ত প্রাসাদে ছিলেন। পুস্পবন্ত প্রাসাদের নামকরণও করেন রবি ঠাকুর।

বর্তমানে যেখানে রাজভবন তৈরি হবে তার পাশেই রয়েছে রাজ্য বিধানসভা।

আগামী ৮ মে রাজ্যপাল ডি ওয়াই পাতিল নতুন রাজভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে রাজ্যের প্রাক্তন সব রাজ্যপালকে নিমন্ত্রণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার ক্তাহ মুখ্যমন্ত্রী মানিক সরকারেরও।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ০৩, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।