ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ থেকে ইভিএম আনার দাবিই তুলল কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, মে ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটং মেশিন) ব্যবহার করা হয়েছে তা ত্রিপুরা বিধানসভা ভোটে ব্যবহার করার দাবি জানাল কংগ্রেস।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দালের সঙ্গে দেখা করে এই দাবি জানান ত্রিপুরার কংগ্রেস নেতারা।


তাছাড়া তারা দাবি জানিয়েছেন, রাজ্যে আসন্ন উপনির্বাচন এবং আগামী বছরের শুরুতে যে বিধানসভা নির্বাচন হবে সেখানে রাজ্যের পুলিস বা টি এস আর কর্মীদের ব্যবহার করা যাবে না। নিরাপত্তা বাহিনী আনতে হবে বাইরে থেকে।

কংগ্রেস বলেছে, নির্বাচনের সময় যে ভোটিং মেশিন ব্যবহার করা হবে তা প্রার্থী ঘোষণার আগেই বুথ কেন্দ্রে বসিয়ে দিতে হবে।
অবশ্য এর আগে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মণ দিল্লিতে প্রধান নির্বাচন আধিকারিকের কাছে চিঠি দিয়েছিলেন। সে চিঠিতে তিনি দাবি করেছিলেন, রাজ্যের বিধানসভা নির্বাচনে যে ই ভি এম ব্যবহার করা হবে তা যেন ত্রুটি মুক্ত থাকে।
কিন্তু সমীর বর্মণ পশ্চিমবঙ্গ থেকে ই ভি এম আনার দাবি করেন নি। যা এবার করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।  

কংগ্রেস নেতাদের এ দাবির প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্য সি পি এমের নেতৃত্ব বলেছেন, এসব দাবি উদ্ভট এবং হাস্যকর। যাদের কোন জন ভিত্তি নেই তারাই এমন হাস্যকর দাবি করতে পারে।
 
বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, মে ৪, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।