ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মিড ডে মিলে বরাদ্দ বাড়াল ত্রিপুরা সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে বামফ্রন্ট সরকার। প্রতি শিক্ষার্থী পিছু ১৯ পয়সা করে বরাদ্দ বাড়ানো হয়েছে।



বিদ্যালয় শিক্ষা দফতরের প্রধান সচিব বনমালি সিনহা এ কথা নিশ্চিত করেছেন।

প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্যের সব স্কুলে ছেলে-মেয়েদের দুপুরের খাবার দেওয়া হয়। এই প্রকল্পের নাম মিড ডে মিল বা দ্বিপ্রাহরিক ভোজন।

প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী পিছু এখন বরাদ্দ দাঁড়িয়েছে ৩ টাকা ২৯ পয়সা। যা আগে ছিল ৩ টাকা ১০ পয়সা।

এই ৩ টাকা ২৯ পয়সার মধ্যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে ২ টাকা ৭৯ পয়সা। আর রাজ্য সরকার দিচ্ছে ৫০ পয়সা।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী পিছু বরাদ্দ বেড়ে হচ্ছে ৪ টাকা ৬৮ পয়সা। এখানেও রাজ্য সরকার দিচ্ছে ৫০ পয়সা। আর কেন্দ্রীয় সরকার দিচ্ছে বাকি ৪ টাকা ১৮ পয়সা। আগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বরাদ্দ ছিল ছাত্র-ছাত্রী পিছু ৪ টাকা ৪৯ পয়সা।

নতুন করে যে ১৯ পয়সা অতিরিক্ত বরাদ্দ বাড়ানো হলো তার সবটাই বহন করবে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ০৪, ২০১২
টিসি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।