ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর-পূর্বাঞ্চলের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের সঙ্গে দেশের মহানগরগুলোতে বৈষম্যমূলক আচরণ বন্ধ করার দাবি জানিয়েছেন এ অঞ্চলের সাংসদরা।

তাদের অভিযোগ, উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকদের সঙ্গে দেশের বিভিন্ন বড় শহরগুলোতে বৈষম্যমূলক আচরণ চলছে।

সম্প্রতি মেঘালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেন গুরগাও বিশ্ববিদ্যালয়ে। তাছাড়া রাজধানী দিল্লিতে বেশ কয়েক জন ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন এ সময়ের মধ্যে। তারা এ অঞ্চল থেকে পড়তে গিয়েছিলেন দিল্লিতে।

সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিষয়টি তোলেন আসামের সাংসদ রমেন দেকা। এ ইস্যুতে সংসদে বক্তব্য রাখেন ত্রিপুরার সাংসদ খগেন দাসও। উত্তর-পূর্বাঞ্চলের অন্য সাংসদরাও এ ইস্যু নিয়ে সরব হন।

তারা সমস্বরে দাবি জানান, এখনই কেন্দ্রীয় সরকার এসব অপরাধ দমনে ভুমিকা নিক। দেশের মহানগরগুলোতে উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা।

এ ইস্যুতে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের বক্তব্যও দাবি করেন।

উত্তর-পূর্বাঞ্চলের সাংসদরা আরো অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে এ আঞ্চলের মানুষজনদের সঙ্গে যখন বৈষম্যমূলক আচরণ বা অপরাধ সংঘটিত হয়েছে তার কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।   এমনকি পুলিশের খাতায় অভিযোগ পর্যন্ত দায়ের করেনি।

বাংলাদেশ সময় : ১৫৩৭ ঘন্টা, মে ০৪, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।