ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তির উদ্বোধন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, মে ৫, ২০১২

কলকাতা: উপেন্দ্রকিশোর, সুকুমারের পাশেই এবার সত্যজিত রায় । শুক্রবার কলকাতার ১০০ এ গড়পার রোডের বাড়িতে দাদা উপেন্দ্রকিশোর, বাবা সুকুমার রায়ের মূর্তির পাশেই উদ্বোধন করা হয়েছে সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তির।



১০০-এ গড়পার রোডে ১৯১৪-তে  বাড়িটি তৈরি করেন উপেন্দ্রকিশোর রায় । এখানেই থাকতেন সুকুমার রায় । ১৯২১-এর ২ মে সত্যজিৎ রায়ের জন্ম এই বাড়িতেই । সুকুমার রায়ের শেষ জীবনও কেটেছে এখানেই।

স্মৃতি বিজড়িত এই বাড়িতেই সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তির উন্মোচন হল শুক্রবার । উদ্বোধন করলেন সত্যজিৎ পুত্র পরিচালক সন্দীপ রায়।

রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে থেকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । মূর্তি উন্মোচনের পাশাপাশি আয়োজিত হয় একটি প্রদর্শনীও।

উপেন্দ্রকিশোর থেকে সত্যজিৎ, রায় পরিবারের তিন প্রজন্মের লেখা, ছবি, তাদের লেখার সংকলন, ব্যবহৃত সামগ্রী, সন্দেশ এর পৃষ্ঠাসজ্জা, লেখার খসড়া, সবকিছুই ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে।


বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মে ০৫, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।