ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘পৌরসভা নির্বাচনে তৃণমূল-কংগ্রেস জোট হচ্ছে না’

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মে ৫, ২০১২

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেস-তৃণমূল জোট গুরুত্ব পেলেও রাজ্যের ৬টি পৌরসভার নির্বাচনে জোট হচ্ছে না শুক্রবার দিল্লিতে একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

তিনি জানান, রাজ্যের নলহাটি, ধুপগুড়ি, কুপার্সে জোট হবে না।

বাকি ৩ টিতেও সম্ভবনা কম।  

এদিকে, হলদিয়া ও পাশকুড়ার কংগ্রেসের নেতারা জানিয়েছেন, সেখানে কংগ্রেস পৃথকভাবেই লড়বে। পাশকুড়ায় ১৭টি আসন আর হলদিয়ায় ২৬টি আসন আছে।

গত পৌরসভা নির্বাচনে দুর্গাপুর, হলদিয়া ও ধূপগুড়ি আসন বামেদের দখলে ছিল।

উল্লেখ্য, ৩রা জুন ৬টি পৌরসভায় নির্বাচন হবে। ফল প্রকাশিত হবে ৫ই জুন। মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন সব দলের প্রার্থীরা।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ০৫, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।