ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নয়া সন্ত্রাস দমন আইন নিয়ে মনমোহনের জোর সওয়াল

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ৫, ২০১২
নয়া সন্ত্রাস দমন আইন নিয়ে মনমোহনের জোর সওয়াল

নয়াদিল্লি : সন্ত্রাস দমনের জন্য এনসিটিসির পক্ষে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।

শনিবার দিল্লির বিজ্ঞানভবনে এনসিটিসি (ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার) নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, বিচ্ছিন্নবাদ ও মাওবাদী সমস্যা বর্তমানে দেশের বড় বিপদ।

এটি দমনের জন্য কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব রয়েছে। রাজ্য সরকারের দায়িত্ব সন্ত্রাস দমনে কেন্দ্রকে সবরকম সহায়তা করা। আর এর জন্য এনসিটিসির প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি বলেন, রাজ্যের অধিকারের ওপর হস্তক্ষেপ না করে এনসিটিসি কাজ করবে। তাই এক্ষেত্রে সব রাজ্যকে এই বিষয়ে সহায়তা করার আর্জি জানান মনমোহন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, এনসিটিসির শর্ত সন্ত্রাস দমনে কেন্দ্র ও রাজ্যের দায়িত্বভাগ। বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসমূলক কাজকর্মের হদিস পেতে একটি এজেন্সির মাধ্যে কাজ করা অসুবিধাজনক হয়ে উঠছে। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আছে। এটি এনসিটিরর মাধ্যমে সম্ভব।

উল্লেখ্য, জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্র গঠনসংক্রান্ত বিল নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আপত্তি জানান। মমতা ব্যানার্জি এই বিষয়ে প্রথমে সোচ্চার হন। পরে নিতীশ কুমার, জয়ললিতা, নবীন পট্টনায়ক, নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বিষয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন।

তাদের দাবি, এর ফলে রাজ্যের বিষয়ে কেন্দ্রে হস্তক্ষেপের ঘটনা ঘটবে। সেক্ষেত্রে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হবে। আর এটা সংবিধান বিরোধী বলেও তাদের দাবি। মুখ্যমন্ত্রীদের এই আপত্তির কথা মাথায় রেখেই আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ০৫, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।