ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লালবাজারে আগ্নিকাণ্ড

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ৫, ২০১২

কলকাতা: মহাকরণের পর এবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লালবাজারের এসটিএফের সার্ভার রুমে এঘটনা ঘটে।



আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই দমকলের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিভে গেলেও বেশ কিছু সময় জায়গাটি ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।

শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করছে দমকল বাহিনী। আগুনে বেশ কিছু কম্পিউটারের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ০৫, ২০১২
আরডি / সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।