ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হিলারিকে বালুচরি শাড়ি দিয়ে বরণ করবেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, মে ৬, ২০১২

কলকাতা: রোববার কলকাতায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সোমবার সকালে তিনি যাবেন মহাকরণে।



হিলারির এ সফর ঘিরে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে মহাকরণকে। সোমবার মহাকরণে হিলারি ক্লিনটনকে বালুচরি এবং কাঁথা-স্টিচের উত্তরীয় উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

হিলারি ক্লিনটনের সফর গিরে সাজ সাজ রব এখন মহাকরণে। নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। পাশপাশি ঢেলে সাজানো হচ্ছে মহাকরণকেও।

সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘর। রবীন্দ্রনাথের পুরোনো ছবি সরিয়ে শুভাপ্রসন্নর সংগ্রহ থেকে কবিগুরুর একটি পূর্ণাবয়ব ছবি লাগানো হচ্ছে। সোমবার মহাকরণের সেন্ট্রাল গেট দিয়ে হিলারি ক্লিনটন এবং তার প্রতিনিধিদল ছাড়া প্রবেশাধিকার থাকবে শুধু মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের।

মুখ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি বৈঠক হবে। বৈঠকের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন শুধু  রাজ্যের মুখ্যসচিব।

সোমবার সকাল ৯টার পর থেকে মহাকরণের সামনের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মহাকরণের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে তুমুল ব্যস্ততা চলছে। মহাকরণের ভেতরে নানাবিধ অদল-বদলের পাশাপাশি মহাকরণের সামনে বসানো হচ্ছে বাঁশের ব্যারিকেড৷

মুখ্যমন্ত্রীর ঘরের ঠিক উল্টোদিকে প্লাইউডের দেওয়াল বসিয়ে আটকে দেওয়া হচ্ছে মহাকরণের ভিআইপি করিডর৷ ঠিক হয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী ও হিলারি ক্লিনটন ছাড়া কেউ সেখান দিয়ে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। শুধুমাত্র চিত্র সাংবাদিকদের প্রবেশ অধিকার থাকছে মহাকরণের ভিআইপি করিডরে।

মহাকরণে বিদ্যুৎ বিভ্রাট আটকাতে ব্যবস্থা করা হচ্ছে ইউপিএসেরও৷ মুখ্যমন্ত্রীর ঘরসহ কনফারেন্স রুমেও বেশ কিছু বদল আনা হচ্ছে।

বৃহস্পতিবারই হিলারি ক্লিনটনের সফর নিয়ে মার্কিন ভাইস কনসালের নেতৃত্বে ৬ জনের প্রতিনিধি দল কথা বলতে মহাকরণে আসার পর শনিবারও মহাকরণ ঘুরে দেখেন মার্কিন প্রতিনিধিরা ৷

জানা গেছে, মার্কিন বিমানবাহিনীর বিশেষ বিমানে ঢাকা থেকে কলকাতায় আসছেন হিলারি ক্লিনটন। কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও তিনি মাদার হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সিআইআইয়ে যেতে পারেন।

বৈঠকের পর সোমবার দুপুরেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার কথা হিলারি ক্লিনটনের।  

বাংলাদেশ সময় : ০৫১৮ ঘণ্টা, মে ০৬, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।