ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হিলারিকে লাল গালিচা সংর্বধনার জন্য তৈরি কলকাতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, মে ৬, ২০১২

কলকাতা : বাংলাদেশে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। রোববার দুপুর থেকেই শুরু হয়ে যাচ্ছে তার কলকাতা সফর।

তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর তাকে ঘিরেই এখন সাজো সাজো রব পশ্চিমবঙ্গ রাজ্যে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপহারের দীর্ঘ তালিকাও প্রস্তুত৷ যার মধ্যে রয়েছে কাঁথাস্টিচ, বালুচরি, সিল্কের উত্তরীয় এবং ককশিটের তৈরি ময়ুরপঙ্খী নৌকা৷

হিলারির খাবারের মেনু অবশ্য ততোটা দীর্ঘ নয়৷ মার্কিন নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কেবল চা-কফি ও কোকের বন্দোবস্ত করতে৷

তার জন্য শহরে এসে গিয়েছে লিমুজিন গাড়ি৷ মহাকরণে বসছে ৪টি ইমার্জেন্সি ইউপিএস৷ বসছে মোবাইল জ্যামার৷ তাছাড়া মহাকরণ চত্ত্বরে থাকছে চিকিৎসক, নার্সসহ একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও ২টি দমকলের গাড়ি৷ পিজিসহ দু’টি বেসরকারি হাসপাতালে কেবিনও বুক করে রাখা হয়েছে৷

রোববার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকা থেকে মার্কিন বিমান বাহিনীর বোয়িং সি সেভেনটিন গ্লোবমাস্টার থ্রি বিমানে কলকাতা নেতাজী সুভাষ আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবেন হিলারি৷ রানওয়ে থেকে বিমান যাবে ভিআইপি টারম্যাকে৷ সেখানে দাঁড়িয়ে থাকবে লিমুজিন গাড়ি৷

সেখান থেকে এসকর্ট করে হিলারিকে নিয়ে যাওয়া হবে সেরিমোনিয়াল লাউঞ্জে। কিছুটা বিশ্রাম করে হিলারি ভিভিআইপি গেট দিয়ে বেরিয়ে যাবেন হোটেলে৷

বিমানবন্দর সূত্রের খবর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিমান নামার আগের ও পরের তিন মিনিট বন্ধ থাকবে অন্যান্য সব বিমান ওঠানামা৷ হিলারির নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে এফবিআই ও সিআইএসএফের৷ তবে বিমানবন্দরের ভেতরে হিলারির নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি সিআইএসএফের।

হিলারির কলকাতার সফরসূচি

রোববার দুপুর সাড়ে ১২টায় হিলারি ক্লিনটনকে নিয়ে কলকাতা বিমানবন্দরের মাটি ছোঁবে বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার ৩ বিমানটি৷ সেখান থেকে গন্তব্য হোটেল৷

দুপর ১টা ১৫ মিনিটে বিমানবন্দর থেকে শহরের একটি পাঁচতারা হোটেলে গিয়ে উঠবেন হিলারি৷ রোববারও বেশ কিছু কর্মসূচি রয়েছে তার৷ এর মধ্যে দুপুর ৩টা ১৫ মিনিটে হোটেল থেকে বেরিয়ে হিলারি রওনা দেবেন আইসিসিআরের উদ্দেশ্যে। দুপুর সাড়ে ৩টায়
আইসিসিআরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷

বিকেল ৫টায় আইসিসিআর থেকে হিলারির গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল৷ সেখান থেকে হোটেলে ফিরবেন তিনি৷

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে হোটেল থেকে বেরিয়ে মহাকরণের উদ্দেশ্যে রওনা দেবেন হিলারি৷ সকাল ১১টায়
মহাকরণে গিয়ে পৌঁছাবেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে৷ বৈঠক শেষে মহাকরণ থেকেই সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময় : ০৫৩০ ঘণ্টা, মে ০৬, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।