ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় হিলারি ক্লিনটন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মে ৬, ২০১২
কলকাতায় হিলারি ক্লিনটন

কলকাতা : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছেছেন। স্থানীয় সময় বেলা একটার দিকে তাকে বহনকারী বিশেষ বিমান নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


 
বিমানবন্দর থেকে হিলারিকে তাজ বেঙ্গল হোটেলে নিয়ে যাওয়া হয়।
 
দু’দিনের সফরে হিলারি কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বৈঠক করবেন।
 
সোমবার বেলা ১১টায় রাজ্য সরকারের সচিবালয় ‘মহাকরণে’ মমতার সঙ্গে তার বৈঠকের সূচি নির্ধারিত আছে।
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বালুচরী এবং কাঁথাস্টিচের উত্তরীয় উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
 
এছাড়া মমতা নিজের হাতে আঁকা একটি ছবিও হিলারিকে তুলে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
 
হিলারির সফর ঘিরে কলকাতায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানস্থলে মোবাইল ফোন জ্যামার ব্যবহার করা হবে।
 
হিলারির আগমণ উপলক্ষ্যে মহাকরণ সাজানো গোছানো হয় ক’দিন ধরেই।
 
সাজানো হয়েছে মুখ্যমন্ত্রীর ঘরও। রবীন্দ্রনাথের পুরনো ছবি সরিয়ে মমতাপন্থী চিত্রশিল্পী শুভাপ্রসন্নর সংগ্রহ থেকে কবিগুরুর একটি পূর্ণাবয়ব ছবি লাগানো হয়েছে।
 
সোমবার মহাকরণের প্রধান ফটক দিয়ে হিলারি ক্লিনটন এবং তার প্রতিনিধিদল ছাড়া প্রবেশাধিকার থাকবে শুধু মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের।
 
মুখ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন কেবল মুখ্যসচিব।
 
সোমবার সকাল নটার পর থেকে মহাকরণের সামনের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিন মমতার সঙ্গে বৈঠক শেষে কলকাতা থেকে হিলারি নয়াদিল্লি যাবেন।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ৬ মে, ২০১২
 
একেআর/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।