ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান কলকাতায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মে ৭, ২০১২
বাংলাদেশ ব্যাংকের গভর্নর  ড. আতিউর রহমান কলকাতায়

কলকাতা: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান ২ দিনের সফরে কলকাতায় এসেছেন। তিনি কলকাতার এশিয়াটিক সোসাইটির এ বছরের ‘ইন্দিরা গান্ধী গোল্ড প্লাক’ সম্মাননা গ্রহণ করবেন।



সোমবার সকাল সাড়ে ৮টার বাংলাদেশ বিমানের ফ্লাইটে কলকাতায় আসেন।

বিকেল ৫টায় কলকাতার এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর হলে আনুষ্ঠানিকভাবে তিনি সম্মাননা গ্রহণ করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

মঙ্গলবার সকালে কলকাতার সল্ট লেক সিটি হলে ‘দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বক্তৃতা করবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সোনালী ব্যাংকের কলকাতা শাখা তাকে পার্ক স্ট্রিটের টিউলিপ ইন হোটেল সংর্বধনা জানাবে।

বুধবার সকালে তিনি ঢাকায় ফিরে যাবেন।

উল্লেখ্য, শান্তি প্রতিষ্ঠা ও মানুষের উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখার জন্যে প্রতি বছর ১ জনকে এ সম্মাননা দেয় এশিয়াটিক সোসাইটি, ইন্ডিয়া।

মানব উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখায় ২০১১ সালের সম্মাননা পাচ্ছেন আতিউর রহমান।

১৯৮৫ সাল থেকে এশিয়াটিক সোসাইটি এ সম্মাননা দিয়ে আসছে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্মরণে এ সম্মাননা প্রদান করা হয়। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, কিউবার ফিদেল ক্যাস্ট্রো, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভারতের মাদার তেরেসা, অমর্ত্য সেন, মিয়ানমারের গনতন্ত্রকামী নেত্রী অং সান সুচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা পেয়েছেন।

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, মে ০৭, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।