ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে মনমোহন-হিলারি বৈঠক সন্ধ্যায়

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ৭, ২০১২
দিল্লিতে মনমোহন-হিলারি বৈঠক সন্ধ্যায়

নয়াদিল্লি : নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের সিং সঙ্গে সোমবার বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর ৭ নম্বর রেসকোর্স রোডের বাসভবনে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।



সেখানে বৈঠক সেরে সন্ধ্যা ৭টা নাগাদ যাবেন ১০ নম্বর জনপথে সোনিয়া গান্ধীর বাসভবনে।

চলতি সফরে ভারত-আমেরিকা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্ভবত গুরুত্ব দেওয়া হবে সীমান্তে জঙ্গি সমস্যার মতো বিষয়কেও।

এছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের পরিস্থিতি, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, হাফিজ সইদ এবং হাক্কানি জঙ্গিগোষ্ঠীর বিষয়েও আলোচনা হতে পারে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে দেখা করবেন হিলারি ক্লিনটন।

সকাল সাড়ে ১০টায় যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা দু’জনের। সকাল সোয়া ১১টায় হিলারি দেখা করবেন লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের সঙ্গে।

বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, মে ০৭, ২০১২
আরডি / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।