ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সন্ত্রাস দমনে ভারতের প্রশংসা করলেন হিলারি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ৭, ২০১২

কলকাতা : বর্তমান বিশ্বে সন্ত্রাস দমনে ভারতের ভূমিকার প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

সোমবার সকাল সাড়ে ৭টায় তিনি তাজ বেঙ্গল হোটেল থেকে বেরিয়ে যান কলকাতার ল্যা মার্টিনিয়ার স্কুলে।

এখানে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হিলারি।

তিনি সন্ত্রাস দমনে ভারতের প্রশংসা করে বলেন, এ বিষয়ে পাকিস্তান ভূমিকা ইতিবাচক নয়। আল কায়দা জঙ্গিরা পাকিস্তানে রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের ধ্বংস করতে চেষ্টা চালাচ্ছে।

মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত লস্কর প্রধান হাফিজ সঈদের মাথার দাম ঘোষণার কথা স্বীকার করে তিনি বলেন, হাফিজকে তার শাস্তি পেতে হবে।

ভারতের মিয়ানমার নিয়ে বর্তমান ভূমিকার কথা বলে তিনি নয়াদিল্লির পররাষ্ট্রনীতিরও প্রশংসা করেন।

তিনি আরো বলেন, ভারতের লুক ইস্ট পলিসির জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যের গুরুত্ব বেড়েছে।

বাংলাদেশ সময় : ১৩৫০ ঘণ্টা, মে ০৭, ২০১২

আরডি / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।