ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিস্তা নিয়ে হিলারির সঙ্গে কথা হয়নি মমতার

রক্তিম দাশ, ব্যুরো চিফ, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ৭, ২০১২
তিস্তা নিয়ে হিলারির সঙ্গে কথা হয়নি মমতার

কলকাতা: বহুল আলোচিত ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে হিলারি ক্লিনটনের সঙ্গে কোনো কথাই হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সোমবার মহাকরণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে মহাকরণে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।



বৈঠক শেষে মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যকে অংশীদার হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল ও রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবেন৷

তিনি বলেন, ‘সুন্দরবনে গভীর সমুদ্রবন্দর করার প্রস্তাব আমরা তাকে দিয়েছি। এই বন্দর হলে বাংলাদেশ, ভূটানসহ আমাদের রাজ্যও উপকৃত হবে। ’

হলিউড-বলিউড ও টলিউডের মধ্যে সমন্বয় ঘটিয়ে বিনোদন শিল্পকে চাঙা করার বিষয়ে তার দেওয়া প্রস্তাব হিলারি ক্লিনটনের পছন্দ হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

তিনি বলেন, ‘রাজ্যে শিকাগোর আদলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভাল করার প্রস্তাব দেওয়া হয়েছে হিলারিকে৷ তিনি আশ্বাস দিয়েছেন, শিকাগোর মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন৷’

মুখ্যমন্ত্রী এদিন জানান, তিনি হিলারিকে কবিগুরুর গীতিবিতান, গীতাঞ্জলি ও স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণের জীবনীর ইংরেজী সংস্করণ উপহার দিয়েছেন। তার বদলে কবিগুরুর ছবি দেওয়া একটি কুশান তাকে উপহার দিয়েছেন হিলারি। ’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি তাকে আবার কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছি। তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকেও তার হাত দিয়ে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১২

আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।