ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রবীন্দ্র জন্মজয়ন্তীতে ত্রিপুরায় নানা অনুষ্ঠান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মে ৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  রাত পোহালেই ২৫ বৈশাখ। রবীন্দ্র জন্মজয়ন্তী।

চির নতুনের ডাক দিয়ে যাওয়া ২৫ বৈশাখকে উদযাপন করতে এখন ব্যস্ত পাহাড়ি ত্রিপুরা। ত্রিপুরার সংস্কৃতিমনস্ক মানুষের জন্য এ দিনটির অনেক গুরুত্ব।
 
এবারও ২৫ বৈশাখ উপলক্ষে নানান উৎসব অনুষ্ঠানের আয়োজন হচ্ছে রাজ্যে। কোথাও তা সরকারি উদ্যোগে আবার কোথাও বিভিন্ন বেসরকারি সংস্থার আনুকূল্যে।

প্রতি বছরের মতো এবারও মঙ্গলবার সকালে বের হবে প্রভাতফেরী। রবীন্দ্র কাননে সকাল থেকেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে শহরের বিভিন্নপ্রান্তে ক্লাবগুলো আয়োজন করবে রবীন্দ্র জন্মজয়ন্তী। পাড়ায় পাড়ায় বাজবে সাউন্ড। তা থেকে ইথারে ভেসে যাবে রবীন্দ্র গানের সুর।

তবে আগরতলায় রবীন্দ্র জয়ন্তী পালন শুরু হয়েছে আরও এক সপ্তাহ আগেই। বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে হচ্ছে হরেক রকম অনুষ্ঠান।

ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের ছিল আত্মীক সম্পর্ক। যে সম্পর্কের টানে সাতবার রবীন্দ্রনাথ ছুটে এসেছিলেন ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরার রাজারাই প্রথম রবীন্দ্রনাথকে পৃথিবীর শ্রেষ্ঠ কবি বলে সম্মান জানিয়েছিল। যখন কবির বয়স মাত্র ২১ বছর।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ০৭, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।