ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের কর্মবিরতিতে পাইলটরা, হুঁশিয়ারি এয়ার ইন্ডিয়ার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ৮, ২০১২
ফের কর্মবিরতিতে পাইলটরা, হুঁশিয়ারি এয়ার ইন্ডিয়ার

নয়াদিল্লি : কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত থেকে ফের কর্মবিরতি শুরু করেছেন এয়ার ইন্ডিয়ার শতাধিক পাইলট।

এর ফলে মঙ্গলবার ভোর থেকে বিপর্যস্ত বিমান চলাচল।

পাইলটের অভাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যার মধ্যে রয়েছে দিল্লি থেকে শিকাগো, টরেন্টো ও হংকংগামী ফ্লাইট। এছাড়া মুম্বাই থেকে বাতিল ঘোষিত হয়েছে নিউজার্সিগামী ফ্লাইট।

কোনো নোটিশ ছাড়াই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ফ্লাইট বাতিল করায় সমস্যায় পড়ে যান যাত্রীরা।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে পাইলটদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

ইন্ডিয়ান পাইলটস গিল্ড সূত্রের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় এখনো বকেয়া বেতন পাননি পাইলটরা। বহুবার এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়েছে। তাতেও কাজ না হওয়ায় মঙ্গলবার দিবাগত রাত থেকে কর্মবিরতি শুরু করেছেন পাইলটরা।

প্রথম পর্যায়ে প্রায় একশ’ জন এতে অংশ নিলেও মঙ্গলবারই আরও দুই শতাধিক পাইলটর আন্দোলনে সামিল হওয়ার কথা।

এয়ার ইন্ডিয়ার পাইলটদের ধর্মঘটকে সরাসরি ‘বেআইনি’ বলে চিহ্নিত করেছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী অজিত সিং। তার মতে, পাইলটদের আরও একটু ধৈর্য ধরা দরকার।

বাংলাদেশ সময় : ১২৩৫ ঘণ্টা, মে ০৮, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।