ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চিকিৎসার গাফিলতিতে চিকিৎসকেরই মৃত্যু!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ৮, ২০১২

কলকাতা :  চিকিৎসায় গাফিলতির অভিযোগ করে শহরের একটি নামি হাসপাতালের বিরুদ্ধে এক চিকিৎসকের আত্মীয়রা আলিপুর থানায় এফআইআর করেছেন। কিডনির অপারেশন করতে এসে বর্ধমানের কালনার মেডিসিনের চিকিৎসক জয়ন্ত বিশ্বাসের মৃত্যু হয় উডল্যান্ড হাসপাতালে।



গত ১ মে জয়ন্ত বিশ্বাস ওই হাসপাতালে ভর্তি হন। ২ মে তার অপারেশন হয়। এরপরে ১৩ ঘণ্টা ধরে রক্তক্ষরণ হয়। পরে তার ওপেন সার্জারি হয়। ৫ মে জয়ন্ত বিশ্বাসের ব্রেন ডেথ হয়। সোমবার রাত ১১টায় তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়। ময়নাতদন্ত নিয়ে টালবাহানা চলে।

চিকিৎসকের পরিবারের অভিযোগ, ডা. কমলকৃষ্ণ দে যার ইউরো সার্জারির যোগ্যতা নেই, তিনি এই অপারেশন করায় রোগীর মৃত্যু হয়েছে। কিডনি অপারেশনের জন্য ২ লাখ ৭০ হাজার রুপি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবুও গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে।

তারা আরো বলেছেন, ১২ হিমোগ্লোবিন নিয়ে তিনি ভর্তি হন জয়ন্ত। শেষে তার হিমোগ্লোবিন ২-এ গিয়ে পৌঁছায়। এখানে মনিটরিং কোথায়? ভুল চিকিৎসা ও উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও রোগীর অপারেশন করায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে থানায় এফআইআর করেন আত্মীয়রা।

কালনায় জয়ন্ত বিশ্বাস একজন ভালো চিকিৎসক হিসেবে পরিচিত। অনেক মানুষকে তিনি ফিস না নিয়েও চিকিৎসা করতেন। কালনার পূর্বস্থলির বাসিন্দা জয়ন্তের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার চিকিৎসক বন্ধুরাও বিষয়টিতে বিস্মিত।

বাংলাদেশ সময় : ১৬১৩ ঘণ্টা, মে ০৮, ২০১২
আরডি
সম্পাদনা :  অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।