ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কবিপ্রণাম

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মে ৯, ২০১২
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কবিপ্রণাম

কলকাতা: সারা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও সাড়ম্বরে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশততম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান।

বৈতালিক ও প্রভাতফেরির মধ্যে দিয়ে শুরু হয় বিশ্বভারতীতে রবীন্দ্রজয়ন্তী।

সারাদিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল শান্তিনিকেতনে।

নাচ, গান, কবিতা, পথ নাটিকাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় সাড়ম্বরে পালিত হয় ২৫ শে বৈশাখ।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় বৈতালিকের মধ্যে দিয়ে রবীন্দ্রজয়ন্তী উৎসব শুরু হয় শান্তিনিকেতনে। প্রভাতফেরি করে বিশ্বভারতী প্রাঙ্গণ পরিদর্শনের পর কাচঘরে শুরু হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত, প্রার্থনাসহ চলে কবিগুরুকে স্মরণ।

উত্তরায়নের শ্যামলীতে রবীন্দ্রনাথের ওপর ৪টি নতুন বই প্রকাশ করা হয় বিশ্বভারতীর পক্ষ থেকে।

সাড়ম্বরে রবীন্দ্রজয়ন্তী পালিত হয় জঙ্গলমহলের ঝাড়গ্রামেও। জেলা সুপারের নির্দেশে ঝাড়গ্রাম মহকুমার বিভিন্ন থানায় পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। মাওবাদী সন্ত্রাসকে দূরে সরিয়ে রেখে একদিনের জন্য হলেও অন্য জঙ্গলমহলকে দেখলেন স্থানীয় মানুষ। অনুষ্ঠান সবাইকে শেষে মিষ্টিমুখও করানো হয়।

দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন, বারুইপুর, সোনারপুর, জয়নগর, ক্যানিংসহ সর্বত্রই সকাল থেকে কবিগুরুর প্রতিকৃতি নিয়ে পরিক্রমা শুরু হয়। জেলার বিভিন্ন স্কুল ও কলেজে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

২৫শে বৈশাখ উপলক্ষ্যে হাওড়া জেলার বালির দুর্গাপুর বিজয় সঙ্ঘ ক্লাবের সামনে থেকে শুরু হয় প্রভাতফেরি।   নাচ, গান, আবৃত্তি ও পথনাটকে শমিল হন স্থানীয়রা। এলাকার মানুষকে রাখী পরান অনুষ্ঠানের আয়োজকরা।

উত্তর দিনাজপুরে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এলাকার মানুষের সঙ্গে প্রভাতফেরিতে অংশ নেন জেলাশাসকসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের হয় বাঁকুড়া শহরেও।

পাশাপাশি নদিয়ায় তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে কৃষ্ণনগর রবীন্দ্রভবনে পালিত হয় রবীন্দ্রজয়ন্তী।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ০৯, ২০১২

আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যানট আউটপুট এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

[email protected]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।