ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দলে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না: সোনিয়া গান্ধি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মে ৯, ২০১২

নয়াদিল্লি: দলে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করে দিলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি।

বুধবার সকালে দিল্লিতে সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘দলে শৃঙ্খলা বজায় রাখতে হবে।

দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব নির্মূল করতে হবে এবং উপদলীয় প্রবণতা এড়াতে হবে। দলীয় কর্মী ও নেতা-নেত্রীদের মধ্যে কোন বিশৃঙ্খলা দেখা দিলে তা বরদাস্ত করা হবে না।

এদিন তিনি দলের সাংসদের উদ্দেশ্যে বলেন, ‘পরবর্তী ভোটের জন্য এখন থেকেই তৈরি হতে হবে। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনগুলির জন্য তৈরি হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিন তিনি আরও জানান, কেন্দ্র-রাজ্যের সম্পর্ককে আরও উন্নত করতে হবে। ’

এনসিটিসি নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সে বিষয়েও এদিন তার মতামত জানান সোনিয়া গান্ধি।

তিনি বলেন, ‘এই বিলটি নিয়ে রাজ্যগুলির সঙ্গে আরও আলোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। ’

এদিনের বৈঠকে সোনিয়া গান্ধি ছাড়াও প্রধানমন্ত্রী মনমোহন সিং, অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধি প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিনের বৈঠকে ৫ রাজ্যের নির্বাচনের পর্যালোচনাসহ আসন্ন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মে ০৯, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।