ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এয়ার ইন্ডিয়ার পাইলটদের কর্মবিরতিকে বেআইনি বললো হাইকোর্ট

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মে ৯, ২০১২
এয়ার ইন্ডিয়ার পাইলটদের কর্মবিরতিকে বেআইনি বললো হাইকোর্ট

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার পাইলটদের কর্মবিরতিকে বেআইনি বললো দিল্লির হাইকোর্ট।

পাইলটদের কর্মবিরতির জেরে এয়ার ইন্ডিয়ার অচলাবস্থা কাটাতে বুধবারই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।



কর্মবিরতি নিয়ে হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে- পাইলটদের এভাবে কর্মবিরতিতে যাওয়া অবৈধ। মঙ্গলবার রাতে শ্রম কমিশনারের সঙ্গে বৈঠক করেন কর্মবিরতি পাইলটদের একাংশ।

পাইলটরা জানান, দাবি না মেটা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। কর্মবিরতির জেরে বিমান পরিষেবায় যাতে অচলাবস্থার সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে রিলে পদ্ধতিতে কাজে যোগ দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা।

 


বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৯, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।