ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কর্মবিরতির তৃতীয় দিনে বরখাস্ত এয়ার ইন্ডিয়ার ৩৬ পাইলট

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ১০, ২০১২
কর্মবিরতির তৃতীয় দিনে বরখাস্ত এয়ার ইন্ডিয়ার ৩৬ পাইলট

নয়াদিল্লি : তৃতীয় দিনে পড়ল এয়ার ইন্ডিয়ার পাইলটদের কর্মবিরতি। বৃহস্পতিবার সংস্থার ২০টি ফ্লাইট বাতিল ও সূচি পরিবর্তিত হয়েছে।

এখন পর্যন্ত বরখাস্ত হয়েছেন মোট ৩৬ জন পাইলট।

যদিও, পাইলটদের পক্ষ থেকে আলোচনায় বসার কোনো আগ্রহ দেখা যায়নি। আন্তর্জাতিক ফ্লাইটের আরও ১০০ জন পাইলট কর্মবিরতিতে যোগ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

কর্মবিরতি তুলে নিলে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার বিমানচালকদের সঙ্গে আলোচনার জন্য তৈরি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিং।

পাইলটদের কর্মবিরতির জেরে এয়ার ইন্ডিয়ার অচলাবস্থা কাটাতে বুধবারই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আদালত পাইলটদের কর্মবিরতিকে বেআইনি বলে ঘোষণা করেন।

কর্মবিরতি নিয়ে হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মবিরতিতে যেতে পারবেন না পাইলটরা। এমনকি অসুস্থতার কারণে ছুটিও নেওয়া যাবে না।

মঙ্গলবার রাতে শ্রম কমিশনারের সঙ্গে বৈঠক করেন কর্মবিরতিতে যাওয়া পাইলটদের একাংশ। পাইলটরা জানান, দাবি না মেটা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। কর্মবিরতির জেরে বিমান পরিষেবায় যাতে অচলাবস্থার সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে রিলে পদ্ধতিতে কাজে যোগ দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা।

উল্লেখ্য,অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান চালানোর প্রশিক্ষণ কারা পাবেন, তা নিয়ে পাইলটদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ বাঁধে। সোমবার রাতে এ নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পরেই কর্মবিরতিতে যান পাইলটরা।

বাংলাদেশ সময় : ১২১৮ ঘণ্টা, মে ১০, ২০১২

আরডি / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।