ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর ব্যারাকপুরে ভাইস চেয়ারম্যানের উপর হামলা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ১০, ২০১২

কলকাতা: উত্তর ব্যারাকপুর পৌরসভার  ভাইস চেয়ারম্যান সঞ্জীব শীলের উপর বোমাবাজি চালাল একদল সন্ত্রাসী । বুধবার রাতে সঞ্জীব শীলের বাড়ির কাছেই এ ঘটনা ঘটে।



এ ঘটনায় অল্পের জন্য তিনি রক্ষা পেলেও বোমার আঘাতে তার ভাইপো রাকেশ সিং গুরুতর জখম হয়েছেন। তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার শান্তি বিঘ্নিত ও এলাকা দখলে আনার জন্য বুধবার রাতে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা, স্থানীয় তৃণমূল নেতা তথা উত্তর ব্যারাকপুর  পৌরসভার ভাইস চেয়ারম্যান  সঞ্জীব শীলের উপর আক্রমন চালায়।

বৃহস্পতিবার ওই এলাকার একটি পুকুর থেকে বেশ কিছু বোমা উদ্ধার হলে ফের উত্তেজনা ছড়ায়। বোমাবাজি চালানোর অভিযোগে এরই মধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।

এদিন বিকালেই উত্তর দমদম ব্যারাকপুর  পৌরসভার এলাকায় তৃণমূলের পক্ষ থেকে একটি শান্তি মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলে স্থানীয় তৃণমূল বিধায়করা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।