ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সংযত থাকতে দলীয় কর্মীদের কড়া বার্তা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মে ১১, ২০১২

কলকাতা : গোষ্ঠী কোন্দল রুখতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস প্রধান  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে তিনি বলেন, দলীয় সংহতি রক্ষা করে কর্মীদের চলতে হবে।

কর্মীদের আচরণবিধি ঠিক রাখতে হবে। কর্মীদের জন্য দল কোনো বদনাম নেবে না।

বিরোধীদের বদনাম ব্যর্থ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। অন্যথায় দল কড়া ব্যবস্থা নেবে, বলেন তিনি।

সম্প্রতি জেলায় জেলায় বেড়ে চলা দলীয় গোষ্ঠী কোন্দলের জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। এতে যে বিরোধীদেরই সুযোগ করে দেওয়া হচ্ছে, তাও স্পষ্ট করে দিলেন মমতা।

তিনি বলেন, ‘মানুষের পাশে গিয়ে দাঁড়ান। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। তাতে কান দেবেন না। জোটবদ্ধ হয়ে কাজ করুন। ’

অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য সভাপতি পদে পূণরায় নির্বাচিত হয়েছেন সুব্রত বক্সি।

মমতা গত এক বছরে তার সরকারের সাফল্যে খতিয়ানও তুলে ধরেন। তিনি বলেন, এক বছরের কাজের খতিয়ান বই আকারে প্রকাশ করবে সরকার।

সেই সঙ্গে তিনি বলেন, রাজ্যে শিল্প গড়তে জোর করে কৃষকদের কাছ থেকে জমি নেবে না সরকার। কৃষকদের সম্মতিতে জমি নিয়ে রাজ্যে শিল্প গড়ে তোলা হবে। এছাড়া সিঙ্গুরে অনিচ্ছুক চাষীদের জমি ফেরত দেওয়া হবে। আদালতে মামলা চলছে। মামলা মিটে গেলেই জমি ফেরত দেওয়ায় প্রক্রিয়া শুরু হবে।

এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর ২০ মে দেওয়া হবে বঙ্গবিভূষণ উপাধি। তালিকায় প্রথমে রয়েছেন রবিশঙ্কর। দ্বিতীয় স্থানে রয়েছেন সুচিত্রা সেন। এছাড়াও এ তালিকায় রয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, লেসলি ক্লডিয়াস, শাঁওলী মিত্র প্রমুখ।

বাংলাদেশ সময় : ২১৫০ ঘণ্টা, মে ১১, ২০১২
আরডি/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।