ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের উত্তর দিনাজপুরে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ১১, ২০১২

শিলিগুড়ি: উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে শুক্রবার প্রবল বৃষ্টি ও ঝড়ে বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে।

করণদিঘিতে ৭ ও কালিয়াচকে ২ জনের মৃত্যু হয়েছে।

এখনও আশঙ্কাজনক অবস্থায় ৪ জন রায়গঞ্জ হাসপাতালে ভর্তি আছেন।

উত্তর দিনাজপুরের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে প্রবল ঝড়োবৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বজ্রপাত। মাঠে কাজ করার সময় করণদিঘির কয়েকজন একটি সরকারি প্রতিক্ষালয়ে আশ্রয় নেয়। সেখানেই ৪ জনের মৃত্যু হয়।

৩ জনের হাসপাতালে মৃত্যু হয়। এছাড়া কালিয়াচকে বজ্রাঘাতে আরও ২ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ১১, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।