ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শচীনকে রাজকীয় সংবর্ধনা দিচ্ছে কলকাতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মে ১২, ২০১২

কলকাতা : শততম শতরানের জন্য শচীন টেন্ডুলকারকে রাজকীয় সংবর্ধনা দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া দফতর ও সিএবি।

শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের আগে বিকেল ৩টায় এই সংবর্ধনা দেওয়া হবে।



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে সিএবি’র পক্ষ থেকে বিশিষ্ট চিত্রশিল্পী সনাতন দিন্দার আঁকা ছবি, শচীনের প্রতিকৃতিকে ঘিরে থাকা ১০০টি স্বর্ণের গিনির অবয়ব ও ধুতি তার হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও রাজ্যর ক্রীড়া দফতর থেকে সোনার ব্যাট ও বল দেওয়া হচ্ছে তাকে।

সিএবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে সম্মান জানানোর পরিকল্পনা থাকলেও নিরাপত্তার কারণে তা বাতিল করা হয়েছে।

এদিকে শচীনের এই সংবর্ধনার জন্য কলকাতা জুড়ে মোট ১০০টি কাট আউট লাগানো হয়েছে। দর্শকদের জন্য শচীনের ৬ হাজার ৪০০টি পোস্টারও তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, মে ১২, ২০১২
আরডি/ সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।