ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এয়ারইন্ডিয়া পাইলটদের কর্মবিরতি অচলাবস্থা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১২

নয়াদিল্লি : এয়ারইন্ডিয়ার পাইলটের কর্মবিরতির ষষ্ঠ দিনেও কাটেনি অচলাবস্থা। রোববারও বিপর্যস্ত এয়ারইন্ডিয়ার পরিষেবা।

 

এদিন ও ২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে ৷দিল্লি থেকে বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। এদিন থেকে সোমবার পর্যন্ত সাংঘাই, প্যারিস, ফ্র্যাঙ্কফ্রুট, টোকিও, নিউইয়র্ক, টরেন্টো, সিওল ও ইচেওনগামী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

মুম্বাই, অমৃতসর, হায়দরাবাদগামী ফ্লাইটও বাতিল হয়েছে৷

এদিকে,বিমানের টিকিটের ভাড়া ফেরত দেওয়া হয়নি বলেও যাত্রীরা অভিযোগ করেছেন। ইতিমধ্যেই ধর্মঘটের জেরে ৭১ জন পাইলটকে বরখাস্ত করেছে এয়ারইন্ডিয়া কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ১৩, ২০১২
আরডি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।