ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় সংসদের ৬০ বছর উপলক্ষে বিশেষ অধিবেশন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ১৩, ২০১২
ভারতীয় সংসদের ৬০ বছর উপলক্ষে বিশেষ অধিবেশন

নয়াদিল্লি : বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশের অন্যতম ভারত। আর এর প্রধান কারণ হচ্ছে, গণতন্ত্রের ওপর ভারতের অগাধ আস্থা।

ভারতের সংসদের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে রোববার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী মনমোহন সিং একথা বলেন।

সকাল ১১টায় লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাঁচ ঘণ্টা ধরে চলে অধিবেশন। প্রথম লোকসভার জীবিত দুই সদস্য রিসাং কেইসিং ও রিসাম লাল জাংদেকে সংবর্ধিত করা হয়।

রাজ্যসভার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘৬০ বছর ধরে দেশবাসীর আস্থা অর্জন করেছে সংসদ। এটি সংসদের গৌরবময় ঐতিহ্য। সেই ঐতিহ্য আমরা বহন করে চলেছি। আমাদের এখন আত্মসমীক্ষার দিন। আমাদের সামনে বহু চ্যালেঞ্জ। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। গণতন্ত্রকে রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ’

অন্যদিকে লোকসভার উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেন, ১৯৫২ সালে সংসদের যাত্রা শুরু। ঔপনিবেশিক শক্তিকে হারিয়ে গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছিল। বহু বাধা পেরোতে হয়েছে। বহুবার সীমান্ত পরিবর্তিত হয়েছে। কিন্তু ভারতের আত্মা অক্ষুন্ন থেকেছে।

পাশাপাশি তিনি বলেন, ‘অধিবেশন ব্যাহত না করে আলাপ-আলোচনার মাধ্যমের সংসদকে চলতে দেওয়া উচিত। সে দিকটাও আমাদের দেখা উচিত। ’

রাজ্যসভায় বিরোধী দলনেতা অরুণ জেটলি বলেন, ‘এই বিশেষ দিনে ভবিষ্যতের চ্যালেঞ্জকে গ্রহণ করতে আমাদের প্রস্তুতি নিতে হবে। ভারতের জনগণ আমাদের কাছ থেকে যে প্রত্যাশা করে, তা পূরণ করতে হবে আমাদের। ’

বিজেপির প্রবীণ শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি এই বিশেষ দিনে জাতীর জনক মহাত্মা গান্ধীর নাম উল্লেখ করেন। তিনি বলেন, তার দর্শন এখন আরও বেশি প্রাসঙ্গিক। গণতন্ত্রই ভারতের একমাত্র শক্তি। সেই শক্তির জোরেই ভারত বিশ্বের দরবারে ক্রমশই অন্যতম হয়ে উঠছে।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘সংসদের সংহতি রক্ষা করতে কোনো আপস নয়। আমাদের অতীত ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে, সাধারণ মানুষই হলেন গণতন্ত্রের প্রাণ। ’

শরদ যাদব বলেন, ‘আমাদের একতা বজায় রাখতে হবে। এটাই ভারতবর্ষের ছবি। ’

সিপিএমের সাংসদ সীতারাম ইয়েচুরি সংসদ অধিবেশনের মেয়াদ বছরে নূন্যতম ১০০ দিন করার আবেদন করেন।

বিকাল সাড়ে ৫টায় সংসদের সেন্ট্রাল হলে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। অধিবেশনে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার অধ্যক্ষ মীরা কুমার এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সংসদের ৬০ বছর পূর্তি উপলক্ষে ৫ রুপি এবং ১০ রুপির স্মারক মুদ্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময় : ১৮৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১২
আরডি / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।