ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জামিন পেলেন ভারতের সাবেক টেলিকমমন্ত্রী রাজা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ১৫, ২০১২
জামিন পেলেন ভারতের সাবেক টেলিকমমন্ত্রী রাজা

নয়াদিল্লি: অবশেষে জামিন মিলল টুজি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাবেক টেলিকমমন্ত্রী আন্দিমুথু রাজার। ২০ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে রাজাকে মঙ্গলবার জামিন দিলেন আদালত।



ভারতের বৃহত্তম টুজি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে গত ১৫ মাস নয়াদিল্লির তিহার জেলে বন্দি ছিলেন রাজা। এদিন দিল্লির বিশেষ সিবিআই আদালতে বহু প্রতীক্ষিত রাজার জামিন মঞ্জুর করলেন বিচারপতি ওপি সাইনি। তবে আদালতের অনুমতি ছাড়া তামিলনাড়ুতে যেতে পারবেন না রাজা।

এদিন অবশ্য সিবিআই আদালতে রাজার জামিনের কোনো বিরোধিতা করেনি।

আদালতে সাদা শার্ট ও ধূসর প্যান্ট পরে হাজির হন রাজা। সঙ্গে ছিলেন তার স্ত্রী এম এ পরমেশ্বরী ও ডিএমকে সাংসদ এম কানিমোঝি। আদালতে সারাক্ষণই খোজমেজাজে দেখা গিয়েছে রাজাকে। এমনকি কানিমোঝির সঙ্গে রসিকতা করতেও দেখা গিয়েছে তাকে।

উল্লেখ্য, টুজি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে ২০০১১ সালের ২ ফেব্রুয়ারি গ্রেফতার হন প্রাক্তন টেলিকমমন্ত্রী আন্দিমুথু রাজা। এরপর প্রায় ১৫ মাস জেলবন্দি রয়েছেন তিনি। যে ১৪ জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছিল, শেষ ব্যাক্তি হিসাবে এদিন রাজারও জামিন মিলল আদালতে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মে ১৫, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।