ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যৌতুকের দাবিতে গৃহবধূর সঙ্গে পুড়িয়ে মারা হল শিশু সন্তানকেও

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ১৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  যৌতুকের জন্য মায়ের সঙ্গে দুই বছরের শিশুপুত্রকেও পুড়িয়ে মেরেছে শ্বশুরবাড়ির লোকজন।

ঘৃণ্য এ ঘটনাটি ঘটেছে বাইখোরায় মঙ্গলবার।

নিহত গৃহবধূর নাম মনি সরকার। বয়স ২৬ বছর। তার দুই বছরের শিশু সন্তানের নাম আকাশ।

আগরতলা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে বাইখোরা এলাকা। পুলিশ জানিয়েছে, সেখানকার লাতুয়াটিলার গ্রামের সজল নমর সঙ্গে আট বছর আগে বিয়ে হয় মনি সরকারের। একই গ্রামে দু’জনের বাড়ি।

বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মনির ওপর অত্যাচার চালাচ্ছিল তার শ্বশুরবাড়ির লোকজন। মাঝে মধ্যে মেয়ের কথা চিন্তা করে মনি সরকারের বাবা দুলাল সরকার শ্বশুরবাড়ির লোকজনদের টাকা দিতেন।

মঙ্গলবার সকালে তার শ্বশুরবাড়ির লোকজন মনির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন তার কাছে তার শিশু সন্তানটিও ছিল। দুজনেই আগুনে মারাত্মকভাবে জখম হয়।

চিকিৎসার জন্য তাদের আনা হয়েছিল আগরতলার জিবি হাসপাতালে। সেখানে মা ও ছেলে মারা যান।

পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময় : ১৩১১ ঘণ্টা, মে ১৬, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।