ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার সোনালী ব্যাংকে জাল পে অর্ডার ভাঙাতে গিয়ে আটক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ১৬, ২০১২

কলকাতা: জাল পে-অর্ডার ভাঙাতে গিয়ে কলকাতার পার্কস্ট্রীটে সোনালী ব্যাংকের শাখায় মঙ্গলবার দুপুরে এক ব্যক্তি আটক হলেন।

কলকাতা পুলিশ সুত্রে জানা গেছে, এদিন ৭৫ লাখ টাকার একটি পে-অর্ডার ভাঙাতে আসেন অজয় বোথরা নামে এক ব্যক্তি।

পে-অর্ডারটি সোনালী ব্যাংকের ঢাকা শাখার। এই নামে বাংলাদেশ কোনো শাখা না থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ হয় কর্মকর্তাদের।

তারা ঘটনাটি ব্যাংকের ভারতীয় অপারেশন চিফ এম সারোয়ার হোসেনকে জানান। তিনি বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে ঢাকায় কথা বলেন। এরপরই তিনি নিশ্চত হন পে-অর্ডারটি জাল।

খবরটি পার্কস্ট্রীট থানায় জানানো হয়। পুলিশ এসে ব্যাংকের ভিতরে বসে থাকা জালিয়াত অজয় বোথরাকে আটক করে। বিকেলেই তাকে কলকাতার ব্যাংকশাল কোর্টে তুলে রিমান্ডে নেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।