ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদী হরতালে প্রভাব পড়েছে জঙ্গলমহলে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ১৬, ২০১২

কলকাতা: একগুচ্ছ দাবি নিয়ে বুধবার ভারত জুড়ে হরতাল ডেকেছে মাওবাদীরা। তাদের দাবির মধ্যে রয়েছে অপারেশন গ্রিন হান্ট বন্ধসহ একাধিক বিষয়।



হরতাল সফল করার দাবিতে মঙ্গলবারই বিভিন্ন জায়গায় পোস্টারিং করে মাওবাদীরা। হরতালের প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। বন্ধ রয়েছে দোকান-বাজার। যান চলাচলের সংখ্যা অত্যন্ত কম। যদিও ঝাড়গ্রামে রেল পরিষেবা স্বাভাবিক রয়েছে।

নাশকতা ঠেকাতে মঙ্গলবার থেকেই পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। জেলার ঝাড়খণ্ড সীমানায় চলছে কড়া নজরদারি।

পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি বাঁকুড়ার রানিবাঁধ, বারিকুল, সারেঙ্গা ও রাইপুরে মাওবাদীদের বন্‌ধের আংশিক প্রভাব পড়েছে। ওই সব এলাকায় অধিকাংশ বেসরকারি বাস রাস্তায় নামেনি। বন্ধ রয়েছে বাজারহাট। তবে হরতালের কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি পুরুলিয়া জেলায়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।