ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় সংসদের ৬০ বছর: ফটোশ্যুটে অনুপস্থিত প্রণব

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, মে ১৭, ২০১২

নয়াদিল্লি: ভারতীয় সংসদের প্রথম অধিবেশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ফটোশ্যুট ছিল বুধবার সকালে। অথচ সেখানে অনুপস্থিত ছিলেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বিশেষ এই ফটোশ্যুট সম্পর্কে তাকে সময়মতো জানানোই হয়নি বলে দাবি করেছেন তিনি। আর সেই কারণেই সেখানে উপস্থিত হতে পারেননি অর্থমন্ত্রী।

অবশ্য লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অর্থমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছিল। তিনিই তা গাফিলতি করেছেন।

এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। ফটোশ্যুটে উপস্থিত ছিলেন না রাজ্যসভার নতুন সদস্য বলিউডের অভিনেত্রী রেখাও।  

অর্থমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনের ৬০ বছর পূর্তির ফটোশ্যুটে অনুপস্থিত থাকার প্রসঙ্গে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা বলেছেন, আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি, তিনি আজকের ফটোশ্যুটে উপস্থিত ছিলেন না। তাকে এই ফটোশ্যুট সম্পর্কে জানানো উচিৎ ছিল।

এআইএডিএমকে নেতা মৈত্রেয়ান অভিযোগ করেছেন, ফটোশ্যুটে লোকসভা বা সংসদের নিম্নকক্ষের সদস্যরা অনেক বেশি গুরুত্ব পেয়েছেন। এই বিভাজনটা বুধবার ফটোশ্যুটের জন্য বসার সময়ই করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৭, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।