ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় সংসদের উচ্চকক্ষেও পাস হল পৃথক হাইকোর্ট বিল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ১৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : পৃথক হাইকোর্ট বিল পাস হল রাজ্যসভাতেও। এখন শুধু অপেক্ষা রাষ্ট্রপতির স্বাক্ষরের।

স্বাক্ষর হলে ত্রিপুরায় পৃথক হাইকোর্ট গঠন নিয়ে কোনো বাধা থাকবে না।

ত্রিপুরা, মেঘালয় এবং মনিপুরে পৃথক হাইকোর্ট করার ব্যাপারে ২৬ এপ্রিল বিল পেশ হয়েছিল লোকসভায়।

লোকসভায় গত শুক্রবার কোনো আলোচনা ছাড়াই কণ্ঠভোটে বিলটি পাস হয়ে যায়।

এরপর বিলটি পেশ হয় রাজ্যসভায়। সেখানে পাস হবার পর রাষ্ট্রপতি বিলে সাক্ষর করবেন। তারপরই তিন রাজ্যে স্থাপন করা যাবে পৃথক হাইকোর্ট।

উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে কোনো পৃথক হাইকোর্ট নেই। গুয়াহাটি হাইকোর্টের আওতায় এ রাজ্যগুলোর মামলা-মোকদ্দমার কাজ চলে। এতে সাধারণ মানুষের হ্য়রানি যেমন হয়, তেমনি গুয়াহাটি হাইকোর্টে মামলার পাহাড় জমছে।

দীর্ঘ দিন ধরে নিজস্ব একটি হাইকোর্ট স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন ত্রিপুরার মানুষ। ২৫ বছর আগে কেন্দ্রের কাছে প্রথম এ দাবি জানান তারা। ২৫ বছর পর বলা চলে, দাবি পূরণের প্রাথমিক কাজ শুরু হল।

বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, মে ১৭, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।