ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ত্রিপুরার একটি বিদ্যুৎ কেন্দ্রে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে গেছে ঐ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, রুখিয়া বিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটে বুধবার আগুন ধরে যায়। ৭ নম্বর এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২১ মেগাওয়াট।

রুখিয়ায় ২১ মেগাওয়াট করে ৮টি ইউনিট রয়েছে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের কর্মীরা পুরো প্রকল্পটি বন্ধ করে দেন। কর্মীদের তৎপরতার কারণে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বুধবার গভীর রাত থেকে রাজ্যের অনেক জায়গায় এখন পর্যন্ত বিদ্যুৎ নেই।

সূত্র জানায়, বৃহস্পতিবার এ ইউনিটটি ঠিক করার জন্য ‘ভেল’ থেকে প্রকৌশলীরা আসছেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘন্টা, মে ১৭, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।