ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৫ বাংলাদেশি জেলের ৬ মাসের কারাদণ্ড

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, মে ১৮, ২০১২

কলকাতা: ভারতীয় সুন্দরবনের জলসীমায় কেঁদো দ্বীপে ৩ ভারতীয় জেলের খুনের অভিযোগে গ্রেফতার হওয়া ৫ বাংলাদেশি জেলের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলো- মুহম্মদ মুস্তফা, নুরুল ইসলাম, জাহাঙ্গির খান, হীরু খান ও বিষ্ণুপদ বিশ্বাস।



কাকদ্বীপ মহকুমা আদালতের বিচারক তাপস মিত্র মঙ্গলবার তাদের এই সাজা দেন।

তবে এ ঘটনায় পুলিশের দেওয়া চার্জশিট নিয়ে শুরু হয়েছে বির্তক। প্রথমে অনুমান করা হয় ধৃতরা জলদস্যু। তাই তাদের ওপর অপহরণ, আগ্নেয়াস্ত্র মজুতের মামলা করা হয়েছিল। পরে জানা যায় এরা জেলে।

এরপর ১৯ এপ্রিল পুলিশ যে চার্জশিট পেশ করে তাতে তাদের অবৈধ অনুপ্রেবশকারী বলা হয়। তদন্তে জানা যায়, সেদিন বাংলাদেশের গামা বাহিনী ভারতীয় জেলেদের সঙ্গে এদেরও অপহরণ করেছিল।

অভিযুক্তদের আইনজীবী কল্লোল দাস বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, এই রায়ের বিরুদ্ধ উচ্চ আদালতে আবেদন করা হচ্ছে। কারণ সেদিন প্রাণ বাঁচানোর জন্যই বাংলাদেশি জেলেরা ভারতীয় ট্রলারের আশ্রয় নিয়েছিল।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি গভীর সমুদ্রে মাছ ধরার সময় বাংলাদেশি গামা বাহিনী আক্রমণ করে ভারতীয় ট্রলারে ওপর। তাদের গুলিতে নিহত হন ৩ জেলে, আহত হন ৭ জন।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, মে ১৮, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।