ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়ছে তাপমাত্রা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ১৮, ২০১২

কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে শুক্রবার জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে আগামী ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদ, বীরভূম, বীরভূম সন্নিহীত বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় স্থানীয়ভাবে বর্জ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টির পূর্বাভায় দিয়েছে আবহাওয়া দফতর।

তার ফলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভবনা রয়েছে এদিন।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। বিকেলের দিকে শহরের কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও মালদহ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।     
 
বৃহস্পতিবার বর্ধমানের আউশগ্রামে প্রচণ্ড দাবদাহের জেরে সানস্ট্রোকে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

এদিন বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।
বীরভূমের তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি। পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৫ ডিগ্রির আশেপাশে।

দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরলিয়া, বীরভূম ও বর্ধমানের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৮, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।